Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ২ মাসেই মৃত্যু ছাড়াল ১০০

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ২২:১৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২২ ১১:৫৪

ঢাকা: দেশে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ ঘটে জুন মাসে। এরপরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬১ জন। এর মাঝে সর্বোচ্চ ৯ জন মারা গেছে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত। এর আগে ১৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন মৃত্যুবরণ করেন। শুধুমাত্র অক্টোবর মাস (৮৬ জন) ও নভেম্বরের প্রথম তিনদিনে (২০ জন) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে ১০৬ জন।

বিজ্ঞাপন

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৮২ জন। এর মাঝে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বাইরে ৩৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে দুই হাজার ২৭৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। ঢাকার বাইরে বর্তমানে সর্বমোট এক হাজার ৪০০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতিবেদনে জানানো হয়, দেশে চলতি বছর এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাঝে রাজধানীতে ২৭ হাজার ৬৪৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ২৫ হাজার ২৭২ জন। ঢাকার বাইরে সর্বমোট ১৩ হাজার ৩৩৭ জন চিকিৎসা নিয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এর মাঝে ১১ হাজার ৮৭৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

দেশে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬১ জন- উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এতে জানানো হয়, জুন মাসে প্রথম মৃত্যুবরণ ঘটে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এরপর জুলাই মাসে ৯ জন, আগস্ট মাসে ১১ জন, সেপ্টেম্বর মাসে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মাঝে সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জনই ভর্তি হয়েছেন অক্টোবর মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুন মাসে ৭৩৭ জন, জুলাই মাসে এক হাজার ৫৭১ জন, আগস্ট মাসে তিন হাজার ৫২১ জন, সেপ্টেম্বর মাসে ৯ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রতিবছরের মতো এ বছরও স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা ঢাকা শহরে মশা জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, রাজধানীতে গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বেশি। জরিপের ফলাফল প্রকাশের পর জনস্বাস্থ্যবিদেরা বলেছিলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে।

সারাবাংলা/এসবি/একে

ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর