Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক লেনদেনের সময় কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ১৫:২৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২২ ১৫:৩১

ঢাকা: ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

বর্তমানে ব্যাংক লেনদেন হয় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। নতুন সার্কুলারে ব্যাংক লেনদেনে আধাঘণ্টা সময় কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশের কার্যরত সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সূচি অনুযায়ী লেনদেন হবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংকের লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে ব্যাংক লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় জন্য বিকেল ৫টা পর‌্যন্ত ব্যাংক খোলা রাখা যায়।

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ বাংলাদেশ ব্যাংক ব্যাংক লেনদেনের সময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর