Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক বিচারপতি মানিকের ওপর হামলায় গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ১৫:২৯ | আপডেট: ৩ নভেম্বর ২০২২ ১৫:৩৯

ঢাকা: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হাফিজ আক্তার। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

বিজ্ঞাপন

হাফিজ আক্তার বলেন, ‘গতকাল বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় সমাবেশ চলাকালে মানিকের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। এই মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।’

মামলা তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হচ্ছে বলে জানান হাফিজ আক্তার। তিনি বলেন, ‘হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান গ্রেফতার চার জন হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান ও মো. সাগর। ৪ জনই ছাত্রদলের বর্তমান ও সাবেক বিভিন্ন কমিটির নেতা।

বুধবার বিচারপতি মানিক গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে। গাড়িতে হামলা চালিয়ে দেহরক্ষী ও তাকে মারধর করা হয়।’

শামসুদ্দিন চৌধুরীর নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির সমাবেশের মিছিল থেকে এই হামলা করা হয়।’

বিজ্ঞাপন

হামলার ঘটনায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে রফিকুল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক বিচারপতি মানিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর