আমরা আইএমএফ দ্বারা পরিচালিত নই: পরিকল্পনামন্ত্রী
২ নভেম্বর ২০২২ ১৭:৫৯ | আপডেট: ২ নভেম্বর ২০২২ ১৯:২৯
ঢাকা: দেশে সফরত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের দেওয়া নানা সংস্কার প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমরা আইএমএফ দ্বারা পরিচালিত নই। তাদের সব কথা আমরা গিলবোনা, প্রয়োজন নেই। তারা তাদের (আইএমএফ) কাজ করে চলে যাবে। আমরা আমাদের কাজ করবো।
বুধবার (২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে ‘যুবমেলা-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আইএমএফ হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, খবরের কাগজে ভর্তি খবর- তারা এটা বলছে, তারা ওটা বলছে। এটা করতে হবে, ওইটা করতে হবে। আমাদেরকে এগুলো পড়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে কাজে মনযোগী হতে হবে। অন্যের কথা শোনা ভালো, কাজ করতে হবে নিজের বিদ্যায়, নিজের বুদ্ধিতে। আমরা আইএমএফ দ্বারা পরিচালিত নই, বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত নই। আমরা অন্য কোন রাষ্ট্র দ্বারা পরিচালিত নই।’
তিনি বলেন, ‘আইএমএফও যে কথা বলে না, বিশ্বব্যাংকও যে কথা বলে না, সেটাকে একটি মহল সাজিয়ে গুছিয়ে আপন মনের মাধুরি মিশিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা ধরণের পরিবেশনা এখানে ছাড়ায়। বয়োজৈষ্ঠ্য নাগরিক হিসাবে বলবো অনুগ্রহ করে এগুলো গিলবেন না। আমি গিলবো না, প্রয়োজন নেই। এরা তাদের কাজ করবে। তাদের কাজ করে চলে যাবে। আমরা আমাদের কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘ঋণ নেওয়া নতুন কিছু নয়। আমরা অতীতেও ঋণ নিয়েছি। সকল রাষ্ট্রই ঋণ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রও ঋণ নেয়। সৌদি আরবও ঋণ নেয়। সুতরাং ঋণ নেওয়া, ঋণ ফেরত দেওয়া আমাদের পরিষ্কার রেকর্ড আছে। আমরা ঋণ নিয়ে যথাযথ কাজে লাগিয়ে, প্রশিক্ষণ বা উন্নয়নের কাজে লাগাবো। আমরা ঋণ নিয়ে এসে চা সিগারেট খেয়ে ফুরিয়ে দেবো না, আড্ডাবাজি করবো না। আমরা দেশের উন্নয়নে তা কাজে লাগাবো।’
দেশের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আমি আবার বলবো ভয় পাওয়ার কোন কারণ নেই। সকল দেশের জন্য একটি খারাপ সময় যাচ্ছে। এরমধ্যেও আমাদের উৎপাদন অনেক দেশের তুলনায় এখনও ভালো। তবে হ্যাঁ টানাটানি আছে, অস্বীকার করা বোকামি হবে। এই মুহূর্তে আমাদের মিতব্যায়ী হতে হবে। মূল্যস্ফীতি দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। বাহুল্য বর্জন করতে হবে।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বক্তব্য রাখেন।
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। ২ নভেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হবে ৮ নভেম্বর। মেলায় ১০২ টি স্টল রয়েছে, যেখানে হস্তশিল্পসহ নানা ধরণের পণ্যের পসরা সাজানো হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/ইআ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল টপ নিউজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান