Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমানীনগর উপজেলা পরিষদ ও বিশ্বনাথ পৌরসভার ভোট গ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ১২:৪৭

সিলেট: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলার ওসমানীনগর উপজেলা পরিষদ ও বিশ্বনাথ পৌরসভার ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ওসমানীনগরের ৫৪টি ও বিশ্বনাথের ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

এবার বিশ্বনাথ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী ও ৭৭জন কাউন্সিলর পদ-প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওসমানীনগর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

এদিকে- সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং, মধ্য জাফলং, পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নে আট বছর পর এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে এসব এলাকায় অধিক নিরাপত্তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

সারাবাংলা/ইআ

উপজেলা পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর