মূল্যস্ফীতি-জিডিপির তথ্য নিয়ে ‘প্রশ্ন’ তুলেছে আইএমএফ
১ নভেম্বর ২০২২ ২৩:৫৮
ঢাকা: সরকারি প্রতিষ্ঠানের করা মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হিসাবে নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এছাড়া আগস্টের তথ্য প্রকাশে বিলম্বের কারণও জানতে চেয়েছে সংস্থাটি। সেইসঙ্গে তিন মাস পর পর প্রবৃদ্ধির তথ্য দেওয়ার বিষয়টি ত্বরান্বিত করার তাগিদ দিয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশে আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
বিবিএস’র মহাপরিচালকের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক বিষয়ে নির্ভরযোগ্য একটি সূত্র সারাবাংলাকে জানায়, জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করতে চার বছর ধরে চেষ্টা করে পারেনি বিবিএস। তারপরও তারা তিন মাস পর পর জিডিপি প্রবৃদ্ধির তথ্য দিতে চা। তবে আইএমএফের নির্দেশিকা মানতে গিয়ে ত্রৈমাসিক তথ্য দেওয়ার কাজ শুরু করেছে সরকারি সংস্থাটি।
বিবিএস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন জিডিপি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে। এটি পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছর করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু গত পাঁচ বছরে ভিত্তিবছর পরিবর্তন হলেও সেটির হিসাব প্রকাশ করা হয়নি। বর্তমানে বিবিএস বছরে দু’বার জিডিপি প্রবৃদ্ধির তথ্য দেয়। বছর শেষে একটা সাময়িক এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে বিবিএস।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভগের সচিব শাহনাজ আরেফিন সারাবাংলাকে বলেন, ‘আমি বৈঠকে ছিলাম না। আমাকে জানানোও হয়নি। আজক আইএমএফ’র মূল প্রতিনিধি দলের সঙ্গে কোনো বৈঠক ছিলনা। সে বৈঠক হলে আমি সেখানে উপস্থিত থাকতাম। যেহেতু জিডিপি রিভাইজিং প্রকল্পে আইএমএফ অর্থায়ন করছে সেহেতু এই প্রকল্পের আওতায় তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আজকে বৈঠক হতে পারে। এটি রুটিন ওয়ার্ক।’
এ বিষয়ে বিবিএস’র মহাপরিচালক মতিয়ার রহমান সারাবাংলাকে বলেন, ‘এটা তেমন কোনো বৈঠক নয়। রুটিন বৈঠক বলা যায়। আইএমএফ কোয়ার্টারলি জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে জানতে চেয়েছে। আমরাও এ বিষয়ে কাজ করছি।’
তিনি আরও বলেন, আইএমএফ প্রতিনিধিদল আমাদের সঙ্গে কাজ করছে। আমরাও সভা-সেমিনার করছি- কীভাবে এটা করা যায়। কবে থেকে কোয়ার্টারলি তথ্য প্রকাশ করতে পারবও তা এখন বলা যাবে না। তবে দক্ষিণ এশিয়ায় সবাই এটা করছে। আমাদেরও করতে হবে।’
মূল্যস্ফীতি নিয়ে আইএমএফ কোনো সুপারিশ বা পরামর্শ দিয়েছে কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা কোনো সুপারিশ বা পরামর্শ দেননি। তবে আগস্টে মূল্যস্ফীতির তথ্য প্রকাশে বিলম্বের কারণ জানতে চেয়েছে। আমরা এ বিষয়ে তাদের বলেছি। তথ্য প্রকাশ করতে উপরের পর্যায় থেকে অনুমতি লাগে, এটা পেতে আমাদের দেরি হয়েছে। এ কারণেই মূলত মূল্যস্ফীতির তথ্য দিতে দেরি হয়েছে। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’
এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, আইএমএফ’র একটি প্রতিনিধি দলের সঙ্গে বিবিএস কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। এটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে নয়। বৈঠকে তারা জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির তথ্য সঠিক কি না সেটি নিয়ে প্রশ্ন তুলেছে। সেইসঙ্গে বেশকিছু নির্দেশনাসহ ‘জিডিপি রিভাইজিং প্রকল্পের’ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে। এছাড়া জিডিপির ভিত্তিবছর পরিবর্তনসহ বিভিন্ন উৎপাদিত পণ্য জিডিপি প্রবৃদ্ধির তালিকায় যুক্ত করার নির্দেশনাও দিয়েছেন তারা।
সারাবাংলা/জেজে/পিটিএম