Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ২৩:৫১ | আপডেট: ২ নভেম্বর ২০২২ ০০:০৮

ঢাকা: জালিয়াতি ও প্রতারণা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান-২-এর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই সদর দফতরের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই’র দাবি, চলতি বছরের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় একটি জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। ওই মামলায় তদন্ত করে পিবিআই (কল্যাণপুর টিম)। তদন্তে জালিয়াতি ও প্রতারণার সত্যতা পাওয়ায় এরতেজা হাসানকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘আশিয়ান গ্রুপের পরিচালক নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেছিল। এ মামলার অন্যান্য আসামিরা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।’

উল্লেখ্য, কাজী এরতেজা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের সম্পাদক।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার টপ নিউজ ড. কাজী এরতেজা হাসান

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর