Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ১৩:০১

রাজশাহী: রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বেলপুকুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সজিব (২২)। তিনি রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকার বাবুর ছেলে।

গুরুতর আহত যুবকের নাম প্রিন্স (২২)। তিনি নগরীর সপুরা বিসিক এলাকার শাবান ইসলামের ছেলে।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রাতে একদল যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। বেলপুকুর থানার সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকের বাম্পার ভেঙে বাইকের সামনের অংশ ট্রাকের সামনের অংশে ঢুকে যায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।

পরে দু’জনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত সজিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

ট্রাক-মোটরসাইকেল যুবক নিহত রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর