Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে যমুনা ব্যাংক লিমিটেডের ৩টি উপশাখা উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২২ ১১:৫৪

ঢাকা: আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড রংপুর বিভাগে আরও ৩টি উপশাখার উদ্বোধন করেছে। উপশাখাগুলি হচ্ছে- সৈয়দপুর শাখার অধীনে ‘তারাগঞ্জ বাজার উপশাখা’ এবং দিনাজপুর শাখার অধীনে ‘বিরল উপশাখা’ ও ‘বীরগঞ্জ উপশাখা।

শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় জন-প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক গ্রাহক।

এসময় ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ উপস্থিত সবাইকে ব্যাংকের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এমও

উদ্বোধন উপশাখা উদ্বোধন যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর