Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষণা ছাড়া বন্ধ গার্মেন্টস, মতিঝিলে শ্রমিকদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ১১:৩১

ঢাকা: বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছে। তাদের অভিযোগ, বকেয়া বেতন না দিয়ে এবং কোনো প্রকার অবগত না করেই হঠাৎ করে গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় সড়ক অবরোধ করে অলি অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা। শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধ করে যথাযথ নিয়মে গার্মেন্টস বন্ধ করা হোক।

বিজ্ঞাপন

এদিকে নটরডেম কলেজের সামনের সড়ক অবরোধের ফলে সড়কে যান চলাচল করতে পারছে না। এতে আশেপাশের সড়কে যানজট দেখা দিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘শ্রমিকরা সকালে কাজে গিয়ে দেখতে পান গার্মেন্টস বন্ধ করা হয়েছে। এরপর তারা বেতন-ভাতার দাবিতে নটরডেমের সামনে সড়কে অবস্থান নিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।’

সারাবাংলা/ইউজে/এমও

গার্মেন্টস শ্রমিক টপ নিউজ বকেয়া বেতন-ভাতা সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর