যশোরে বিষাক্ত মদ পানে ২ যুবকের মৃত্যু
১ নভেম্বর ২০২২ ১০:০৭
যশোর: জেলায় বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১ নভেম্বর) কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, বন্ধুর জন্মদিন উপলক্ষে তারা এই মদ পান করেছিল। এতে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস, কেশবপুর উপজেলার কালীচরণপুরের রনজিৎ বাইনের ছেলে ইন্দজিৎ বাইনসহ আরও কয়েকজন যুবক গত ২৯ অক্টোবর সন্ধ্যার পর কালীচরণপুর স্কুল মাঠে বসে মদ পান করে।
পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ছিল। তবে সোমবার রাত ৮টার দিকে অবস্থা খারাপ হয়ে গেলে রনি ও ইন্দজিৎ মারা যায়। এছাড়া আরও একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
তবে কোথা থেকে বা কার কাছ থেকে এই অ্যালকোহল তারা সংগ্রহ করেছিল এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি এলাকাবাসী।
সারাবাংলা/এমও