Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো স্তন ক্যানসার সচেতনতা ফোরামের গোলাপি শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ০০:২৭

ঢাকা: স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত গোলাপি সড়ক শোভাযাত্রার তৃতীয় দিন চার জেলার পাঁচটি উপজেলা ভ্রমণ করে শেষ হয়েছে। এ সময় সচেতনতা কার্যক্রম চালায় বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম।

সোমবার (৩১ অক্টোবর) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় সেমিনারের মাধ্যমে শুরু হয় গোলাপি সড়ক শোভাযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি। কালিগঞ্জের হাঙ্গার ফ্রি স্কুলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তাদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করা, নিজের স্তন নিজে পরীক্ষা করা, স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরা ও স্তন ক্যানসারের লক্ষ্মণ দেখা দিলে কোথায়, কীভাবে যোগাযোগ করতে হবে সে সম্পর্কে জানানো হয়।

কালিগঞ্জের পর শোভাযাত্রা যায় যশোর। যশোর শহরের বিভিন্ন প্রান্তে লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকের সাহায্যে সচেতনতা কার্যক্রম চালানোর পর মাইকেল মধুসূদন কলেজে আরেকটি সংক্ষিপ্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এখানে অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জাতীয় ক্যানসার গবেষণা ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকীন।

যশোর সদরের পর শোভাযাত্রা আসে নড়াইল সদরে। নড়াইল সরকারি মহিলা কলেজে সংক্ষিপ্ত সেমিনারে বক্তব্য দেন ডা. রাসকীন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মসিহউদ্দিন শাকের, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহানার বেগম প্রমুখ।

মহিলা কলেজের পর নড়াইল চৌরাস্তা মোড়ে লিফলেট বিলি ও গণসচেতনতা কার্যক্রম শেষে শোভাযাত্রা যায় নড়াইলের আরেক উপজেলা লোহাগড়ার উদ্দেশে। লোহাগড়া বাজারের বিভিন্ন পয়েন্টে সচেতনতা কার্যক্রম শেষে শোভাযাত্রা মধুমতী পেরিয়ে যায় গোপালগঞ্জ। তিনদিনের গোলাপি সড়ক শোভাযাত্রার শেষ গন্তব্য গোপালগঞ্জ জেলা সদরের স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে কার্যক্রম চালানো হয়।

বিজ্ঞাপন

গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজক ডা. হাবিবউল্লাহ তালুকদার রাসকীন বলেন, ‘স্তন ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু অধিকাংশ মানুষ লজ্জা ও সংশয়জনিত কারণে এই রোগ সম্পর্কে কথা বলে না। এমনকি নিজে নিজে পরীক্ষার বিষয়টিও জানে না। শহরে কিছুটা সচেতনতা এলেও গ্রাম, উপজেলা ও জেলা পর্যায়ে এখনো মানুষ এটি সম্পর্কে জানে না। অক্টোবর মাস ক্যানসার সচেতনতা মাসে। তাই মাসে গোলাপি সড়ক শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে থাকি।’

সারাবাংলা/আরএফ/পিটিএম

গোলাপি সড়ক শোভযাত্রা স্তন ক্যানসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর