Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুহীন দিনে শনাক্ত ৮৮

সারাবাংলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২২ ১৭:৩৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ২১:৫১

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের শরীরে। যা আগের দিন ছিল ১১৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জনে।

সোমবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।

২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৪৯টি নমুনা। এ সব নমুনা পরীক্ষায় ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৪১ শতাংশ। যা আগের দিন ২ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে কারও মৃত্যু হয়নি। ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জনই রয়েছে। করোনায় এ পর্যন্ত মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত পুরুষ রোগী মারা গেছে ১৮ হাজার ৭৭৯ জন। যা শতকরা হারে ৬৩ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া করোনায় এ পর্যন্ত ১০ হাজার ৬৪৪ জন নারীর মৃত্যু হয়েছে। যা শতকরা হারের ৩৬ দশমিক ১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৮৮২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৪টি। এসব ল্যাবে এ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৪ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ২৩৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৩ হাজার ৭৭০টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

টপ নিউজ নভেল করোনাোভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর