Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিত্রাংয়ে ৩৪৭ কোটি টাকার ফসলের ক্ষতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ১৬:৩৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৭:১১

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের প্রায় দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। ৩১ জেলায় ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে কৃষকের ৩৪৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কৃষি মন্ত্রণায়ল জানিয়েছে, দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ফসলের দশমিক ৪০ শতাংশ। এতে দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৩৪৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে, আমন ধান পাঁচ হাজার ৬০০ হেক্টর, সবজি দুই হাজার ৮০০ হেক্টর, পানবরজ ৮৮ হেক্টর জমি রয়েছে। টাকার অঙ্কে পানবরজের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। সিত্রাংয়ে পান বরজের ক্ষতিই ১৬২ কোটি টাকার।

আরও পড়ুন: সিত্রাংয়ে ক্ষতির কবলে ৫৯ হাজার হেক্টর ফসলী জমি

এর আগে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর দিনই খবর আসে দেশের ১৯ জেলায় ৫৯ হাজার হেক্টর ফসলী জমি ক্ষতির কবলে পড়েছে। এরমধ্যে ৩৩ হাজার ৭০০ হেক্টর আমন ধান ও ২৫ হাজার ২০০ হেক্টর সবজি ও অন্যান্য ফসলের জমি রয়েছে। আক্রান্ত এসব জমির মধ্যে আমন ধান হেলে পড়ে ও সবজির মাঠে পানি উঠে। ফলে এসব ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কা দেখা দেয়। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব তখনও নিরুপন করা যায়নি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর ২৫ অক্টোবর জানিয়েছিল, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। যেসব জেলার তথ্য এসেছিল প্রকৃত ক্ষতি তারচেয়ে কম হবে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

ঘূর্ণিঝড় সিত্রাং টপ নিউজ ফসলের ক্ষতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর