Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ১৪:০১

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় আমেনা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার পূত্রবধু অজিরন বেগমকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামানিকের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সাথে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার শুনানিতে মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়া বিচারক এ রায় ঘোষণা করেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ পুত্রবধূর যাবজ্জীবন যাবজ্জীবন শাশুড়ি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর