Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপনে নীতিমালা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ২৩:০৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ২৩:১৪

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ জারি করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সইয়ে জারি করা নীতিমালায় স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ড এই নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি দেবে।

বিজ্ঞাপন

তবে কোনো আবেদন নীতিমালার বিধি-বিধান সাপেক্ষে নামঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণসহ জানিয়ে দিতে হবে। শিগগিরই এই নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

নীতিমালা জারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর