জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না করলে সংসদে যাবে না জাপা
৩০ অক্টোবর ২০২২ ২১:৪৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১১:৪৪
ঢাকা: জাতীয় পার্টি সংসদ অধিবেশনে যোগ দেবে না বলে হুমকি দিয়েছে। দলটি আজ রোববার (৩০ অক্টোবর) সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপিকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবে না।
গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস সেক্রেটারি দিলওয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এ সব বিষয়ে দলের একাধিক সংসদ সদস্য তাদের নাম গোপন রাখার শর্তে সারাবাংলাকে বলেছে, ‘আমরা এমপিরা এখন বড় বিপদে রয়েছি। জি এম কাদেরের পক্ষ না নিলে দল থেকে বহিষ্কার হতে হবে। অপরদিকে তার বিপক্ষে চলে গেলে জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্যদের অবস্থা কী হবে সে সংশয় রয়ে গেছে।’
অধিকাংশ এমপিদের অভিমত বেগম রওশন এরশাদ এ মুহূর্তে দেশে থাকলে আমাদের একটি ভরসা হতো।
এদিকে রওশনপন্থী নেতারা জানিয়েছে বেগম রওশন এরশাদ আগামী দুই নভেম্বর দেশে ফিরবেন।
সারাবাংলা/এএইচএইচ/একে