Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ১৪:০৯

ঢাকা: নারায়গঞ্জের মদনপুরে মালামাল উঠানোর ক্রেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২৮) ও ফাহিম (২৫) নামে দুই যুবক মারা গেছেন।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নারায়নগঞ্জ মদনপুর কেরোটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক বেলা ১টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের সহকর্মী নাইম উদ্দিন জানান, রাসেল ক্রেন চালক ও ফাহিম হেলপার ছিলেন। ক্রেন বিকল হওয়ায় গ্যারেজে ছিল। সকালে ক্রেন পরিষ্কার করার সময় ক্রাবের বুম রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয় এতে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের স্থানীয় আল-বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তারা মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট দু’জনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিদ্যুৎস্পৃষ্ট মদনপুর