Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখা ২টি বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ২৩:৪০

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখা সাংবাদিক ও লেখক সুখরঞ্জন দাশগুপ্তের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জিনিয়াস পাবলিকেশন্সের উদ্যোগে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।

বিজ্ঞাপন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধীকে নিয়ে সুখরঞ্জন দাশগুপ্তের বিভিন্ন লেখা, সাক্ষাৎকার ও স্মৃতিকথা বই দুটিতে স্থান পেয়েছে। বইয়ে সংকলন করা বেশিরভাগ লেখা দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কলাম হিসেবে প্রকাশিত হয়েছে।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ: একজন রিপোর্টারের স্মৃতি’ এবং ‘বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী: দুই মহিরুহের ছায়া’ শীর্ষক বই দুটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স। বই দুটির গায়ের মূল্য ৩০০ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর মাধ্যমে মধ্যবিত্তের রাজনৈতিক উত্থান এবং মধ্যবিত্তের রাজনৈতিক প্রতিষ্ঠা হয়েছে। এই যে সামাজিক বিবর্তন- এই সামাজিক বিবর্তনের সঙ্গে যদি কোনো দল সম্পর্ক না রাখে, তাহলে সেই দল রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে না। আর রাজনীতিতে টিকে থাকতে গিয়ে যদি কোনো দল নির্বাচনে না যায়; তাহলে জনগণের সঙ্গে ওই রাজনৈতিক দলের সম্পর্ক থাকে না, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জনবিচ্ছিন্ন হয়ে দল টিকিয়ে রাখা যায় না। এভাবে গণতান্ত্রিক রাজনীতিতে দল টিকিয়ে রাখা যায় না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সাফল্য হলো- বঙ্গবন্ধু মানুষের সঙ্গে মিশেছেন এবং মানুষের অভাব অভিযোগ ও চাহিদার সঙ্গে নিজেকে আত্মস্থ (একাত্ব করা) করেছেন এবং তার দলও সেটা করেছে। এটাই বঙ্গবন্ধুর সাফল্যের কারণ ছিল।’

বই দুটির লেখক সুখরঞ্জন দাশগুপ্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা, ১৯৮১ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড এবং এর আগে ও পরে সংঘটিত বিভিন্ন ঘটনার কথা স্মৃতিচারণা করেন। এছাড়া বইয়ে স্থান পাওয়া বিভিন্ন লেখা ও সাক্ষাৎকারের পেছনের ঘটনারও স্মৃতিচারণা করেন সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, কবি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মেহেদী হাসান, কবি শেখ মুজিব আহমেদ এবং জিনিয়াস পাবলিকেশন্সের প্রধান নির্বাহী মো. হাবিবুর রহমান প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু মোড়ক উন্মোচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর