Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ২২:৪২

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার দুই উপজেলায় পানিতে ডুবে জোনাকি আক্তার নামে দুই বছরের এক শিশু ও চিত্তরঞ্জন দাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় পৃথক এই ঘটনা ঘটে।

শিশু জোনাকি সুন্দরগঞ্জ উপজেলার মধ্যপরান গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। আর বৃদ্ধ চিত্তরঞ্জন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ উদাখালী গ্রামের দেবেন্দ্র দাসের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল বলেন, ‘দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু জোনাকি। এ সময় হামাগুড়ি দিয়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে জোনাকির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

এদিকে, ফুলছড়ি ফায়ার সার্ভিসের ইনর্চাজ হাবিবুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন প্রতিবন্ধী বৃদ্ধ চিত্তরঞ্জন। খোজাঁখুজি পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্বজনরা। পরে এক ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/পিটিএম

পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর