Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদিশাকে রওশন ও জাপার নাম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ২১:০৬

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নাম এবং পার্টির নাম ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।

শনিবার (২৯ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে লিখিত চিঠিতে দলের কেন্দ্রীয় সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি এবং পার্টির কেন্দ্রীয় ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

চিঠিতে সাবেক ছাত্রনেতা টিটু বলেন, ‘পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ জাতীয় পার্টির লাখ লাখ নেতাকর্মীর প্রাণের স্পন্দন। তিনি দলের সবার গুরুজন এবং সম্মন ও শ্রদ্ধার ব্যক্তিত্ব। তার ও পার্টির নাম ব্যবহার করে বিদিশা সিদ্দিক যেসব রাজনৈতিক কর্ম তৎপরতা চালাচ্ছেন, তাতে দেশজুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মনিরুজ্জামান টিটু আরও বলেন, ‘রওশন এরশাদকে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তার অবর্তমানে বিদিশা নিজেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন, যা এক ধরনের প্রতারণা এবং বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের জন্য সম্মানহানিকর। এতে করে দেশজুড়ে পার্টির লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক এবং দেশবাসী বিভ্রান্ত ও বিক্ষুব্ধ।’

সাবেক ছাত্রনেতা টিটু বলেন, ‘পার্টির নামে বিদিশা কো-চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, দফতর সম্পাদক, প্রচার সম্পাদকসহ অন্যান্য পদ বণ্টন করেছেন, তাও নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার শামিল।’

বিজ্ঞাপন

চিঠিতে সাত কর্ম দিবসের মধ্যে সব পদ-পদবী বিলুপ্ত ঘোষণা করে পার্টির নেতাকর্মীদের কাছে বিদিশাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। তা না হলে প্রতারণা ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং বিরোধীদলীয় নেতার নাম ব্যবহার করে তার মানহানির অপরাধে বিদিশার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা বিদিশা রওশন

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর