Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সমাবেশে যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ১৮:৪৫

রংপুর: রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসে যুবদলের এক নেতা মারা গেছেন।

নিহত ওই যুবদল নেতার নাম মোস্তাফিজুর রহমান (৪৫)। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, গণসমাবেশে যোগ দিতে শনিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোস্তাফিজুর কাহারোল থেকে রংপুরে যান। এরপর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিনি বলেন, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরর আগে হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/একে

বিএনপির সমাবেশ যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর