‘বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা দিয়েছেন, রক্ষার দায়িত্ব সবার’
২৯ অক্টোবর ২০২২ ১৭:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ২৩:২৫
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশ স্বাধীন করে দিয়েছেন, তা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। সবাই মিলে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সবসময় বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যেতে চাই।
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ স্লোগান সামনে রেখে কমিউনিটি পুলিশিং উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাঠে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা শুধু তাদের সংসারকেই ধ্বংস করে না, গোটা দেশটাকেও ধ্বংস করে। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। দেশে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকের কারবার বন্ধে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।’
মন্ত্রী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন চাই। পুলিশ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কিছুদিন পর তারা ছাড়া পায়। মাদক নিয়ন্ত্রণের জন্য আটক আসামিদের এক বছরের মধ্যে ছাড় দেওয়া যাবে না। পুলিশকে আরও কঠোর হতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, দৈনিক সংবাদ চর্চা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মুন্না খানসহ অনেকে।
সারাবাংলা/একে