বিএনপির সমাবেশে জামায়াত অংশ নিয়েছে: আওয়ামী লীগ
২৯ অক্টোবর ২০২২ ১৬:৩৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৮:৩৭
রংপুর: রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির রনপুর বিভাগীয় গণসমাবেশে জামায়াত শিবিরের নেতাকর্মীরা অংশ নিয়েছে বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগ।
বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বেতপট্টির দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফি।
সাফিয়ার রহমান বলেন, ‘বিএনপি রংপুরে সমাবেশের অন্তরালে জামাতকে সঙ্গে নিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা ব্যানার ফেস্টুনের সঙ্গে লাঠি নিয়ে রংপুরে প্রবেশ করছে। তাই এই সমাবেশকে ঘিরে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয় তবে আমরা মহানগর আওয়ামী লীগ শক্তভাবে প্রস্তুত আছি সব ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক আমাদের কোনো আপত্তি নেই। আমরা তাদের সহযোগিতা করব। কিন্তু তারা দেশবিরোধী কর্মকাণ্ড করলে আমরা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা রুখে দেব।’
রংপুরের সমাবেশকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মহানগর জুড়ে পুলিশ সদস্যরাও শক্ত অবস্থানে রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, ‘আমরা বিএনপির এই সমাবেশ নিয়ে তৎপর রয়েছি। রাজনৈতিক এই সমাবেশকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।’
সারাবাংলা/একে