রবির অর্ধেক গ্রাহক ফোরজি ব্যবহারকারী
২৯ অক্টোবর ২০২২ ১৪:০৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৪:০৬
ঢাকা: চলতি বছরের গত প্রান্তিক (এপ্রিল-জুন) থেকে চার দশমিক আট শতাংশ রাজস্ব বৃদ্ধির মাধ্যমে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক অগ্রগতির ধারা ধরে রেখেছে মোবাইল ফোন অপারেটর রবি, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় পাঁচ দশমিক ৯ শতাংশ বেশি। চলতি প্রান্তিকে কর পরবর্তী মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ২৯ দশমিক দুই কোটি টাকায়। রবির সক্রিয় গ্রাহক পাঁচ কোটি ৪৪ লাখ।
বর্তমানে রবির ইন্টারনেট গ্রাহক সংখ্যা চার কোটি ১১ লাখ, যা রবির মোট গ্রাহকের ৭৫ দশমিক পাঁচ শতাংশ। মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ ও ইন্টারনেট ব্যবহারকারীর ৬৭ দশমিক তিন শতাংশ ফোরজি প্রযুক্তি ব্যবহার করেন। শনিবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির আয় দুই হাজার ২০৭ দশমিক চার কোটি টাকা। গত প্রান্তিকের তুলনায় ভয়েস সেবা থেকে রবির আয় বেড়েছে ছয় শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে আট দশমিক সাত শতাংশ। গত প্রান্তিকের তুলনায় ডাটা সেবা থেকে আয় বেড়েছে দুই দশমিক আট শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় তা বেড়েছে তিন দশমিক আট শতাংশ। তৃতীয় প্রান্তিকসহ চলতি বছরের প্রথম নয় মাসে রবির আয় ছয় হাজার ৩৩১ দশমিক সাত কোটি টাকা এবং পিএটি ৫৬ দশমিক ৯ কোটি টাকায় পৌঁছেছে।
২০২২ সালের তৃতীয় প্রান্তিক শেষে রবির মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৪৪ লাখে, গত প্রান্তিকের তুলনায় যা শূন্য দশমিক তিন দশমিক কম। নতুন গ্রাহক সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট মান অনুসরণ করায় গ্রাহক বৃদ্ধির হারে সামান্য নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় গ্রাহকের সংখ্যা দুই দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত তিন মাসের তুলনায় ডাটা গ্রাহক সংখ্যা এক দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে চার কোটি ১১ লাখে পৌঁছেছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় এ বৃদ্ধির হার চার দশমিক আট শতাংশ। মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ফোরজি সেবায় অগ্রণী অবস্থান বজায় রেখেছে রবি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির গ্রাহকদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক পাঁচ শতাংশ এবং এদের মধ্যে ৬৭ দশমিক তিন শতাংশ ফোরজি প্রযুক্তি ব্যবহার করেন।
এ ছাড়া ১৫ হাজার ২১৯টি ফোরজি সাইটের মাধ্যমে দেশের ৯৮ দশমিক দুই শতাংশ জনগণকে ফোরজি সেবার আওতায় এনেছে রবি। চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মোট ফোরজি গ্রাহক সংখ্যা দুই কোটি ৭৬ লাখ যা গত প্রান্তিকের তুলনায় চার দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় এ বৃদ্ধির হার ২৩ দশমিক দুই শতাংশ। এ বছরের তৃতীয় প্রান্তিকে রবির প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী গড়ে পাঁচ দশমিক সাত জিবি ডাটা ব্যবহার করেছেন যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৪ দশমিক দুই শতাংশ বেশি।
সারাবাংলা/ইএইচটি/ইআ