নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
২৯ অক্টোবর ২০২২ ১২:০৯
নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ভোরে সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কুষ্টিয়া জেলার চর প্রাগপুর গ্রামের লালটু মিয়ার ছেলে ও ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেইম এ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউ আই পদে কর্মরত ছিলেন।
চাষাঢ়া রেলস্টেশনের দায়িত্বরত উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, শুক্রবার রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে বাসে ওঠে জনি। ভোরে তার মরদেহ সরকারি মহিলা কলেজের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেলওয়ে হাসপাতালের পাঠায়।
ধারণা করা হচ্ছে, বাস থেকে চাষাঢ়ায় নেমে ফতুল্লা য়াওয়ার অপেক্ষাকালে ছিনতাইকারীদের কবলে পড়ে সে। তাদের সাথে ধস্তাধস্তি একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
সারাবাংলা/এমও