Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যান্সি পেলোসির স্বামী হামলার শিকার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২২ ২০:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১১:০২

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি তার নিজ বাসভবনে সহিংস হামলার শিকার হয়েছেন। ৮২ বছর বয়সী পল পেলোসিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ন্যান্সি পেলোসির কার্যালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার সকালে সান ফ্রান্সিসকোর বাসভবনে হামলার শিকার হন পল পেলোসি। তবে এসময় স্পিকার ন্যান্সি পেলোসি বাড়িতে ছিলেন না।

হামলাকারীকে আটক করেছে পুলিশ। তার হামলার উদ্দেশে তাৎক্ষনিক জানা যায়নি। হামলাকারীর ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে সিএনএন-এর খবরে বলা হয়েছে, হামলাকারী হাতুড়ি নিয়ে পল পেলোসির উপর হামলা চালায়।

বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যান্সি পেলোসি ক্ষমতাধর রাজনীতিবিদদের একজন। তিনি ২০২১ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে চতুর্থ মেয়াদে স্পিকার নির্বাচিত হন। মার্কিন প্রশাসনে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরই ন্যান্সি পেলোসির অবস্থান।

১৯৮৭ সাল থেকে মার্কিন কংগ্রেসে সান ফ্রান্সিসকো অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন ন্যান্সি পেলোসি। তার স্বামী পল পেলোসি একজন বিশিষ্ট ব্যবসায়ী। ন্যান্সি ও পল পেলোসি ১৯৬৩ সালে বিয়ে করেন।

সারাবাংলা/আইই

ন্যান্সি পেলোসি পল পেলোসি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর