Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫১তম শাহাদত বার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ১৬:২৮

ঝিনাইদহ: ঝিনাইদহে শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে শহীদ হামিদুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সরকারি বীরশ্রেষ্ট শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজের হামিদুর রহমান গ্রন্থগার ও স্মৃতি সংরক্ষিত যাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তার আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, মহেশপুর উপজেলা নির্বাহী কমকর্তা নয়ন কুমার রাজবংশী, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুল ইসলাম সাজ্জাদসহ তার পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে

এদিকে, শৈলকূপা উপজেলায় জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেন।

সারাবাংলা/এমও

বীরশ্রেষ্ঠ শাহাদত বার্ষিকী হামিদুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর