Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহন ধর্মঘটে রংপুরে ভোগান্তিতে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ১৩:৩৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১৩:৪০

রংপুর: তিন চাকার অবৈধ যান চলাচল ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার রংপুরে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ হওয়ার কথা। কিন্তু ভোর ৬টা থেকেই জেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

বাবু মিয়া নামের এক যাত্রী বলেন, ‘ঢাকা থেকে গতকাল রাতে এসেছি খুব কষ্ট করে। এখন সাতমাথায় এসে দেখি কোনো বাস নেই। কিভাবে কুড়িগ্রাম যাব বুঝতেই পারছি না।’

রংপুরে পরিবহন ধর্মঘট: যা বলছে বিএনপি-আ.লীগ-প্রশাসন

দুই ছেলেমেয়েকে সঙ্গে করে লালমনিহাট যাওয়ার জন্য বাস খুঁজছেন মতিয়ার রহমান। সাতমাথায় এসে দেখেন কোনো বাস নেই, শুধু অটো চলছে। অটোরিকশাতেও তিন থেকে চার গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষার্থী মারুফা খাতুন বলেন, ‘পরিবহন ধর্মঘট হওয়ার কারণে খুব সমস্যায় পড়েছি। সামনে এইচএসসি পরীক্ষা। বাড়ি যাবো কিন্তু কিছুই পাচ্ছি না, বাধ্য হয়ে অটোতে উঠলাম।’

এদিকে বাসের বিকল্প হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশার মাধ্যমে বেশি ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। দ্রুতই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান ভুক্তভোগীরা।

পুলিশ জানিয়েছে, ধর্মঘটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। অবৈধভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তায় নামতে দিচ্ছেন না তারা।

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতমাথা উপকমিটির সভাপতি কাঞ্চন চৌধুরী বলেন, ‘রংপুর-কুড়িগ্রাম রুটের দুই ড্রাইভারের বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে গত পরশুদিন রাতে। জেলা মালিক সমিতি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে হয়রানি বন্ধ না হলে গাড়ি চলবে না।’

বিজ্ঞাপন

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, ‘রাস্তায় কোনো বাস চলাচল করছে না, কিছু অটোরিকশা চলছে। তবে আমরা অবৈধ অটোরিকশা রাস্তায় চলতে দিচ্ছি না। সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। যাত্রীরা যে যার মতো করে নিজ গন্তব্যে যাচ্ছেন।’

সারাবাংলা/এমও

টপ নিউজ পরিবহন ধর্মঘট রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর