Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ১১:৫১

নেত্রকোনা: নেত্রকোনায় আমিরুল ইসলাম (২৪) এক হোটেল ক‌র্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পৌরশহরের কৃষি ফার্ম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে একজনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ শুক্রবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আমিরুল ইসলাম জেলা শহরের কুড়পার এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। সে শহরের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে খান হোটেলে কাজ করতো।

শুক্রবার সকালে কৃষি ফার্মে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

মরদেহ উদ্ধার হোটেল কর্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর