Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশকে ঋণের ক্ষেত্রে আইএমএফ কোনো শর্ত দেয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২২ ১৯:১৭

ঢাকা : বাংলাদেশকে চারে চার বিলিয়ন ডলার বা ৪৫০ কোটি টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে আইএমএফ প্রতিনিধিদল এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ আইএমএফ থেকে কবে ঋণ পাবে তা আগামী দুই সপ্তাহের মধ্যেই জানা যাবে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘আইএমএফের প্রতিনিধি দল আজ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ২ ও ৮ নভেম্বর আবার আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে।’

আবুল কালাম আজাদ বলেন, ‘আইএমএফ‘র সঙ্গে প্রথম পর্বের বৈঠকে বাংলাদেশকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে যে আশ্বাস রয়েছে, সেটি নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পুনরায় আলোচনা হয়।’

তিনি বলেন, ‘আইএমএফ যখন ঋণ দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নেবে, তখন তিনটি অ্যারেঞ্জমেন্টের আওতায় দেড় বিলিয়ন করে মোট সাড়ে চার বিলিয়ন ঋণ দেবে।’

তিনি আরও বলেন, ‘আলোচনাকালে আইএমএফ ঋণ দেওয়ার বিষয়ে কোনো শর্ত দেয়নি। তবে আর্থিক খাতের সংস্কার, নীতি ও ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। ডলারের বিনিময় হারও নিয়ে কথা হয়েছে।’

জানা গেছে, আজকের বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের কাছে ডলারের ভিন্ন ভিন্ন রেট সম্পর্কে জানতে চেয়েছে। জবাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের রেট ৯৭ টাকা আর বাণিজ্যিক ব্যাংকগুলোর রেট বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আগামী বৈঠকগুলোতে রিসেন্ট মনিটরিং ডেভেলপমেন্ট অ্যান্ড আউটলুক, ইন্টারেস্ট রেট ডেভেলপমেন্ট, সরকারি বন্ডস, মনিটরি এক্সচেঞ্জ রেট, রিসার্চ ডেভেলপমেন্ট, ব্যাংকিং ইস্যু, ব্যালেন্স অব পেমেন্ট, এক্সটার্নাল লোন ডিসবার্সমেন্ট আইএমএফ টিএ রিপোর্টস, রিসেন্ট ট্রেড পারফর্মেন্স, রিসেন্ট এক্সচেঞ্জ পারফর্মেন্স, রিস্ক বেসড সুপারভিসন এবং টেকনিক্যাল মিটিং অন এএমএলের বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া আগামী বৈঠকে ফাইন্যান্সিয়াল ডেটা, অন্যান্য বড় চ্যালেঞ্জ, বপ রেটেড ম্যাটার্স, মানিটারি পলিসি স্ট্র্যাটেজি, এক্সচেঞ্জ রেট প্রেসার, ইনস্টিটিউশনাল অটোনমি অ্যান্ড গভর্নেন্স, কমার্শিয়াল ব্যাংক পারফর্মস বিষয়ে নিয়ে আলোচনা হবে।

সারাবাংলা/জিএস/একে

আইএমএফ ঋণ টপ নিউজ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর