Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফালুসহ ৩ জনের মামলায় অধিকতর তদন্ত চেয়ে দুদকের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২২ ১৮:১৮

ঢাকা: সাবেক বিএনপি নেতা ও সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের অফশোর কোম্পানি খুলে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে দায়ের করা মামলাটিতে তদন্তে ত্রুটি থাকায় অধিকতর তদন্ত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুদকের প্রসিকিউটর মীর আহম্মদ আলী সালাম ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে এই আবেদন জমা দিয়েছেন। শুনানি শেষে বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক সৈয়দ কামাল হোসেন আগামী ১ ডিসেম্বর এ বিষয়ে আদেশের তারিখ ঠিক করেছেন।

বিজ্ঞাপন

মামলার অপর দুই আসামি হলেন- আরএকে সিরামিকস লিমিটেড অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। তারা দুইজনই জামিনে রয়েছেন। মোসাদ্দেক আলী ফালু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

প্রসিকিউটর সালাম জানান, মামলায় দুদক যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তাতে কিছু ত্রুটি রয়েছে। তাই মামলাটি অধিকতর তদন্ত করা প্রয়োজন। তাই আমরা দুদকের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটিতে অধিকতর তদন্তের আবেদন করেছি।

মামলায় বলা হয়, মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান ও আনোয়ারুজ্জামান ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড ও থ্রি-স্টার লিমিটেড মিলে ডেভেলপমেন্ট ইউএই নামে অফশোর কোম্পানি খোলেন। এরপর তারা বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন। দুবাইয়ে ওই অর্থ উপার্জনের কোনো উৎস তারা দেখাতে পারেননি।

২০১৯ সালের মে মাসের ১৩ তারিখ উত্তরা পশ্চিম থানায় ফালু ও অন্য তিন ব্যক্তির বিরুদ্ধে দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মানিলন্ডারিং আইনে মামলা করে দুদক। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, দুবাইয়ে পাচার করা ওই অর্থ উপার্জনের কোনো উৎস তারা দেখাতে পারেননি। ওই অর্থ কীভাবে উপার্জন করা হয়েছে তার কোনো তথ্য-প্রমাণ তাদের কাছে নেই। দুবাইয়ে ব্যবসা-বাণিজ্য করার কথা তারা বাংলাদেশ ব্যাংককে কখনও জানাননি বা কোনো ধরনের অনুমতি নেননি। বিএনপি ক্ষমতায় থাকাকালে মোসাদ্দেক আলী ফালু ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় দেশে অর্জিত অর্থ বিদেশে পাচার করে অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এআই/ইআ

অধিকতর তদন্ত দুদক মোসাদ্দেক আলী ফালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর