রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক, বিএনপির দাবি সমাবেশ বানচালের চেষ্টা
২৭ অক্টোবর ২০২২ ১৬:৫৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৯:০৫
রংপুর: রাস্তায় প্রশাসনিক হয়রানি ও মহাসড়কে তিন চাকার নছিমন-করিমন ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলার সব রুটে বাস, মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক। পরে রংপুর জেলা মটর মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে দলটি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই গণসমাবেশ হবে।
এ বিষয়ে জানতে মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলতে চাইলে কেউ ফোন ধরেননি। এদিকে, বিএনপির নেতাকর্মীরা বরাবরই অভিযোগ করে আসছেন, সমাবেশে লোকসমাগম ঠেকাতেই সরকারের প্ররোচনায় এসব ধর্মঘট ডাকা হচ্ছে।
রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘এর আগের তিনটি বিভাগীয় সমাবেশে সরকার বাধা দিয়েও গণসমাবেশে গণজোয়ার ঠেকাতে পারেনি, রংপুরেও পারবে না। আমরা সমাবেশ সফল করব। আমাদের নেতাকর্মী, সমর্থক সবাই এখন ২৯ অক্টোবরের দিকে তাকিয়ে।’
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমরা আশঙ্কা করছি, সরকারের পক্ষ থেকে বাধা আসতে পারে। কারণ এর আগেও সেটা হয়েছে। যদি বাধা আসেই আশা করছি, মানুষজন হেঁটে, সাইকেলে, বাইসাইকেলে, ভ্যানে করে হলেও সমাবেশে এসে যোগ দেবেন। সমাবেশের আগের দিন থেকেই নেতাকর্মীরা রংপুরমুখী হবে।’
সারাবাংলা/পিটিএম