Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআর’র করসেবা মাস শুরু ১ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২২ ২২:৩৮

ঢাকা: করদাতাদের সেবা দিতে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে করসেবা মাস। এবারও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে করসেবা দেবে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন।

এদিকে, এবারও করসেবা মাসে করদাতাদের প্রতিটি কর অঞ্চলে নানা সুবিধা দেওয়া হবে। যার মধ্যে রয়েছে, করদাতারা নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২২-২০২৩ কর-বর্ষের স্ব স্ব আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত থাকবে। দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে।

অন্যদিকে, ২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা ইতোমধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

সারাবাংলা/এসজে/পিটিএম

করসেবা জাতীয় রাজস্ব বোর্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর