‘ফখরুলের ভাবখানা এমন ক্ষমতায় এসেই গেছি’
২৬ অক্টোবর ২০২২ ২২:৩১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১১:২৩
ঢাকা: বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই তিনটা সমাবেশ করেই ফখরুলের ভাবখানা এমন ক্ষমতায় এসেই গেছি। এত সোজা না। রাজপথে খেলা হবে। আন্দোলনে খেলা হবে, ডিসেম্বরে বিজয়ের মাসে খেলা হবে।
বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত খিলগাঁও থানা আওয়ামী লীগ এবং ১, ২,৩ ও ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল আপনাকে বহুবার বলেছি, জিয়াউর রহমান যদি জড়িত না থাকে কে হত্যাকারীদের পুরস্কৃত করল? কে হত্যাকারীদের বিচার বন্ধ করতে আইন জারি করল, ইনডেমনিটি আইন? এ প্রশ্নের জবাব আজও মির্জা ফখরুল দিতে পারেননি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিুরদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা।’
তিনি মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‘ফখরুল সাহেব জনসভা করছেন। কথায় কথায় শুধু জনস্রোত নামার কথা বলেন। স্রোত তো এখনো দেখেননি। ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। একটু অপেক্ষা করুন। লোকের ঢল কাকে বলে দেখবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান। এই ভূত বাংলার মানুষ নিষিদ্ধ করেছে। উচ্চ আদালত নিষিদ্ধ করেছে। আর তত্ত্বাবধায়ক চিন্তা করে লাভ নেই।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘কিসের টেকব্যাক? কোথায় ফিরে যেতে চান? এই বাংলার মানুষ আবার আব্দুর রহমান, বাংলা ভাইয়ের অন্ধকার বাংলাদেশে ফিরে যাবে না।’
তিনি আরও বলেন, ‘খুলনায় জনসভা করেছেন। বাস পরিবহন মালিকরা বাস বন্ধ করেছে। আমরা তো বাস বন্ধ করার কথা বলিনি। আমরা তো সমাবেশে বাধা দিইনি। আপনাদের পুরনো খাসিলতের কথা মনে আছে। বাস পুড়িয়ে দিয়েছিলেন, বাসের ভেতরে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন। সেই বীভৎসতায় আতঙ্কিত বাস মালিক এবং বাংলার মানুষ। সে কারণেই বাস মালিকরা বাস বন্ধ করে দিয়েছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বিএনপির উদ্দেশে বলেন, ‘তারা ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তারা সেই ২০১৪, ২০১৫ সালের মতো, ২০১৮ সালের মতো নতুন করে নিজেদের হুংকার দিয়ে সন্ত্রাসী কায়দায় আমাদের ভয় দেখানোর চেষ্টা করে।’ তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তার জবাব দিতে হবে বলে মনে করেন তিনি।
সম্মেলনে আরও বক্তব্য দেন- ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিসহ প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম