পথে হঠাৎ ‘ক্ষ্যাপা’ কুকুর, কামড়ে আহত ১৫
২৬ অক্টোবর ২০২২ ২০:৪২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ২০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক ‘ক্ষ্যাপা’ কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে নারী এবং শিশুও আছেন।
বুধবার (২৬ অক্টোবর) উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ ঘটনা ঘটে। আহত নয় জন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, দুপুরে আরাকান সড়কে গোমদণ্ডী ফুলতল থেকে পেতন আউলিয়া মাজার গেইট এলাকা পর্যন্ত এলাকায় এক কুকুর হঠাৎ পথচারীদের কামড়াতে শুরু করে। অন্তত ১৫ জনকে কামড়ে আহত করার পর কুকুরটি সেখান থেকে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ পালিত জানান, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত নয় জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- গিয়াস উদ্দিন (২৮), একরাম হোসেন (২৩), ফারহান (৫), আরিফা (৫), পারভীন আকতার (৩০), কুতুব উদ্দিন (৩৪), জহুর আলম (৬০), কামরুল আমিন (২৩) ও মফিজুর রহমান (৬২)।
আহত আরও অন্তত ছয়জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সারাবাংলা/আরডি/পিটিএম