করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ১৯৬
২৬ অক্টোবর ২০২২ ১৬:৩৩
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের মধ্যে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪১৬ জনে স্থির হয়েছে। এ ছাড়া করোনায় সংক্রমিতদের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। যা আগের দিন ছিল ১৮৫ জন।
বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো করোনা ভাইরাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বুথ থেকে ৩ হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করেছে। নতুন ও পুরনো মিলে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯১৩টি। এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৮৫৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮ লাখ ৮৫ হাজার ৯৬১টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ৯৯ হাজার ৮৯৪টি।
২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯৬ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪১৬ জনে স্থির রয়েছে। এর মধ্যে পুরুষ রোগী মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৭৭৫টি, নারী রোগীর মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪১ জনের। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।
সারাবাংলা/একে