সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ
২৬ অক্টোবর ২০২২ ১৫:৫৩
ঢাকা: দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সরকারি অফিস থেকে তথ্য চুরির মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।
সম্প্রতি মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ রোজিনা ইসলামকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) জমা দেন।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর মামলাটি পরবর্তী শুনানির জন্য ধার্য রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর মধ্য রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়।
গত ২৩ মে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।
সারাবাংলা/এআই/একে