এখনও অচল বহু টাওয়ার, বিঘ্ন মোবাইল সেবা
২৫ অক্টোবর ২০২২ ২৩:০৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ২৩:২৫
ঢাকা: সিত্রাংয়ের প্রভাবে এখনও দেশের বিভিন্ন এলাকায় মোবাইল সেবা বিঘ্ন ঘটছে। কারণ মুঠোফোন অপারেটরদের সব টাওয়ার এখনও সচল হয়নি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, এখনও ৫ হাজারের বেশি সাইট অচল রয়েছে।
বিটিআরসি জানিয়েছে, দেশের চার অপারেটরের ১৩ হাজার ৯০২ টি সাইটের মধ্যে ৭ হাজার ৩৪২টি অচল হয়ে পড়েছিল। সকাল ৬টা পর্যন্ত ১ হাজার ৫২৮টি সাইট পুনরায় সচল করা গেছে। সে হিসাবে এখনও অচল রয়েছে ৫ হাজার ৮১৪ টি।
বিটিআরসির তথ্য মতে, গ্রামীণফোনের অচল সাইটের সংখ্যা ২ হাজার ৮৬৩ টি। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৬ টা পর্যন্ত সচল হয়েছে ৬৯০টি সাইট। সে হিসাবে গ্রামীণফোনের অচল সাইটের সংখ্যা ২ হাজার ১৭৭ টি।
তবে সন্ধ্যায় গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার সারাবাংলাকে জানান, এখনও তাদের ২ হাজার ৮৯১টি সাইট অচল রয়েছে। সে হিসাবে বলা যায়, বিটিআরসির দেওয়া তথ্যের চেয়েও বেশি সাইট অকার্যকর থাকতে পারে এখনও।
সংস্থাটি বলছে, মোবাইল অপারেটরগুলো তাদের টাওয়ার পুনরায় সচল করতে কার্যক্রম অব্যাহত রেখেছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম