Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাতাদের অর্থছাড় কমলেও ঋণচুক্তি বেড়েছে ৩ গুণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ২০:২০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ২০:২১

ঢাকা: চলতি অর্থবছরে দাতাদের অর্থ ছাড় কমেছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ। যা টাকার অংকে দাঁড়ায় ১৪ হাজার ৫৬২ কোটি ৪৫ লাখ টাকা। এই ঋণ গত বছরের একই সময়ের তুলনায় ৫৮৮ কোটি ডলার বা প্রায় এক তৃতীয়াংশ কম। তবে একই সময় নতুন করে ৪০ কোটি ৫৪ লাখ ডলারের ঋণচুক্তি হয়েছে। যা গতবারের তুলনায় তিনগুণ বেশি। আর ঋণ পরিশোধ করা হয়েছে ৪ হাজার ৯৮৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বছর একই সময়ে অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ঋণ পেয়েছিল এক হাজার ৯৩৮ কোটি ডলার। আর একই সময়ে পরিশোধ করেছিল ৫ হাজার ৬ কোটি টাকা। ফলে গত বছরের তুলনায় ঋণ পরিশোধও কিছুটা কমেছে এবার।

ইআরডির তথ্য বিশ্লেণে দেখা যায়, গতবারের তুলনায় এবার ঋণ দেওয়া কমলেও নতুন করে ঋণ চুক্তির পরিমাণ বেড়েছে তিনগুণ। গতবার যেখানে মাত্র ৯ কোটি ৪০ রাখ ডলারের ঋণচুক্তি হয়েছিল সেখানে এবার হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ডলার। তবে ঋণ পরিশোধ কমছে মাত্র ১৯ কোটি ডলার।

গত তিন মাসে জাপান থেকে সবচেয়ে বেশি ঋণ এসেছে। তারা দিয়েছে ৪৫ কোটি ডলার। তারপর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। আর ১৯ কোটি ডলার ঋণ দিয়ে তৃতীয় অবস্থানে আছে বিশ্বব্যাংক। এরপর এডিবি দিয়েছে ১৬ কোটি ডলার। ১০ কোটি ডলার এসেছে চীন থেকে। একই সময়ে সবচেয়ে বেশি ৩০ কোটি ডলারের ঋণচুক্তি এসেছে বিশ্বব্যাংক থেকে।

চলতি ২০২২-২৩ অর্থবছরে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ঋণ ও অনুদান মিলে মোট ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যারমধ্যে বৈদেশিক অর্থায়নেরে জন্য ৯৩ হাজার কোটি টাকা রাখা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি মাসে ৭ হাজার ৭৫০ কোটি টাকা করে ছাড় হতে হবে। সে অনুযায়ী তিন মাসে কমপক্ষে ২৩ হাজার ২৫০ কোটি টাকা অর্থছাড়ের কথা ছিল। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার কোটি টাকা অর্থছাড় হওয়ায় পিছিয়ে আছে বাংলাদেশ।

২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৭১০ কোটি ডলার ঋণ পেয়েছিল বাংলাদেশ। তার আগে ২০১৯-২০ অর্থবছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদেশি ঋণ আসে। ওই বছর ৭৩৮ কোটি বা ৭ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ পেয়েছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

অর্থছাড় ঋণচুক্তি কমেছে টপ নিউজ বেড়েছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর