Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১৭:৫০

নরসিংদী: জেলার পলাশে অনিল পাল (৪৫) নামে একজনকে স্ত্রী’র সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী গীতা পাল।

সোমবার (২৪ অক্টোবর) রাতে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য কিরণ প্রধান বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে অনিল পালের বাড়িতে কয়েকজন লোক ডুকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী গীতা বাধা দিতে গেলে তাকেও আঘাত করে দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।

ওসি ইলিয়াস জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে হত্যা নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর