Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিত্রাংয়ে বিদ্যুৎ সঞ্চালনে ক্ষয়ক্ষতি তদারকিতে কন্ট্রোল রুম চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ২১:৫০

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও তদারকির জন্য বিদ্যুৎ বিভাগ ও দফতর বা সংস্থার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংকটকালীন যেকোনো প্রয়োজনে বিতরণ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা যাবে। সেজন্য বেশ কিছু ফোন নম্বর দেওয়া হয়েছে। নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

১. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): 017-926-23467, 8900575
২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 01708149502-3, নিয়ন্ত্রণ কক্ষ: 01819228616, 02-223354646
৩. ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 02-8900501, 01713090586, 01324435981.
৪. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি): কন্ট্রোল রুম নাম্বার: 02223364800; 02223363000, 01321137195
৫. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি: (নেসকো): রাজশাহী জোন +8801755582300, রংপুর জোন +8801715041240
৬. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: 02477724472, 01755568781, কল সেন্টার নাম্বার: 16117।

সারাবাংলা/জেআর/পিটিএম

কন্ট্রোল রুম বিদ্যু সিত্রাং

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর