Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কারের জন্য নাম প্রস্তাব আহ্বান

সারাবাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২২ ২১:৩৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ২১:৪০

ঢাকা: শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ওয়েবপোর্টাল চিন্তাসূত্র প্রবর্তিত ‘চিন্তাসূত্র পুরস্কার-২০২২’-এর জন্য নাম প্রস্তাব আহ্বান করা হয়েছে। এবার কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও তরুণ কবি-সাহিত্যিক— এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করা যাবে।

যারা উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন, তাদের অবশ্যই স্ব-স্ব ক্ষেত্রে এক বা একাধিক বই থাকতে হবে। প্রস্তাবপত্রের সঙ্গে মনোনীত ব্যক্তির কাজের বিবরণ, বইয়ের সংখ্যাসহ সংক্ষিপ্ত মূল্যায়ন পাঠাতে হবে। এ ছাড়া নাম প্রস্তাবকারীকেও তার সংক্ষিপ্ত বিবরণ জমা দিতে হবে।

নাম প্রস্তাব করে মেইল পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর প্রস্তাবিত নামগুলো নিয়ে পুরস্কার কমিটির পর্যালোচনা চলবে। ১৬ ডিসেম্বর পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সম্ভাব্য পুরস্কারজয়ীদের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে ৩০ ডিসেম্বরের মধ্যে উপযুক্ত প্রমাণসহ তা জানাতে হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি আপত্তির বিষয়টি নিষ্পত্তি করবে পুরস্কার কমিটি।

২০২৩ সালের জানুয়ারি মাসের যে কোনো দিন জয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১ পেয়েছেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক।

সারাবাংলা/একে

চিন্তাসূত্র চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর