সিত্রাং: নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ শেখ হাসিনার
২৪ অক্টোবর ২০২২ ১৯:২৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ২৩:৪৬
ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযাগী সংগঠনর নেতাকর্মীদের জনগণর পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশের কথা সোমবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপির নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘূর্ণিঝড় সিত্রাং’র কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খোলা হয়েছে সার্বক্ষণিক মনিটরিং সেল। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশক্রমে উপকূলবর্তী ১৯টি জেলার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।’
বিবৃতিত তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় উপকূলের জনসাধারণকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নিশ্চিতকরণে প্রশাসনকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপি আওয়ামী লীগ ও সহযাগী সংগঠনর নেতাকর্মীদর প্রতি নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলের মানুষর জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।’
বিবৃতিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষর সহায়তার জন্য বাংলাদশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। এই টিমর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।’
বিবৃতিতে তিনি উপকূলবর্তী এলাকার দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে প্রয়াজনে আওয়ামী লীগর মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরাধ জানান।
আওয়ামী লীগ সভাপতির কার্যালয় মনিটরিং টিমর সাথ যোগাযোগের ফোন নম্বর- ০২-২২৩৩৬৭৮৮০, ০২-২২৩৩৬৭৮৮২, ০১৭৭৩২৬৬৬৬৬, ০১৯১৫৫৫৫৮৩০, ০১৭১১৫৮২৪৭৫।
এদিকে, সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এক জরুরি সভা করেন। সভা থেকে উপকূলবর্তী জেলার নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটিকে ত্রাণ তৎপরতা কার্যক্রম গ্রহণ ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর অ্যাড. সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/পিটিএম