হাইকোর্টে আগস্টে মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি হয়েছে বেশি
২৪ অক্টোবর ২০২২ ১৭:৩০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৮:৩০
ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এক মাসে মামলা দায়েরের চেয়ে বেশি পরিমাণ মামলা নিষ্পত্তি হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এমন তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের হয়েছে ৯ হাজার ১১৮টি মামলা। আর নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৮৫৩টি মামলা।
আগস্ট মাসে দায়েরের তুলনায় মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।
সংবাদমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশের বিচারাধীন মামলার সংখ্যা ৪১ লাখ ৯৮ হাজার ৫৫৩টি।
এর মধ্যে উচ্চ আদালতের উভয় বিভাগে (আপিল বিভাগ ও হাইকোর্ট) ৫ লাখ ৩৫ হাজার ৫৪৮টি।
আপিল বিভাগে বিচারাধীন রয়েছে ১৭ হাজার ৫৪৭ এবং হাইকোর্ট বিভাগে ৫ লাখ ১৮ হাজার একটি মামলা। আর ৬৪ জেলার অধস্তন আদালতে বিচারাধীন রয়েছে ৩৬ লাখ ৬৩ হাজার ৫টি মামলা।
সারাবাংলা/কেআইএফ/একে