Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিত্রাংয়ের প্রভাবে বন্ধ চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দর

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৫:৫৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৮:২৯

ঢাকা: আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর (শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর) এর উড্ডয়ন, অবতরণ এবং সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সিভিল অ্যাভিয়েশন।

সোমবার (২৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে বন্দরে বিমানের উড্ডয়ন/অবতরণ কার্যক্রম আজ বিকেল ৩ টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নোটাম (Notam) জারি করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে উড্ডয়ন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসজে/এমও

ঘূর্ণিঝড় সিত্রাং বিমানবন্দর সিত্রাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর