Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি ক্রটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৩:১০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৬:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ হয়ে গেছে। ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যার কারণে লেনদেন বন্ধ রয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন চলছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটের পরেই লেনদেন বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা সময় দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত লেনদেন চালু করা সম্ভব হয়নি।

ডিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘অন্যান্য দিনের মতো আজও সকাল সাড়ে ৯টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছিল। তবে ১০টা ৫৮ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।’

দ্রুত ত্রুটি সারিয়ে পুনরায় লেনদেন চালু করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘এরইমধ্যে ডিএসইর আইটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে লেনদেন ব্যবস্থার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান নাসডাক এবং ফ্লেক্সট্রেড যৌথভাবে কাজ শুরু করছে।’

জানা গেছে, এর আগে গত বছরের ১৮ জুলাইও কারগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল ডিএসইতে। ওইদিন সকাল ১০টায় লেনদেন শুরুর ১ ঘণ্টা ৯ মিনিট পর বেলা ১১টা ৯টা মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ওইদিন ফের লেনদেন শুরু হয় দুপুর ১টায়।

সোমবার লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত ডিএসইতে ৩০৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে মাত্র ২৫টি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বাকি শেয়ারগুলোর মধ্যে ৭৯টি দাম হারিয়ে এবং ১৯৯টি দাম অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হয়েছে। তালিকাভুক্ত ৩৮৮ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৮০টির বেশি শেয়ার ফ্লোর প্রাইসে থাকায় এসব শেয়ারের দরপতনের সুযোগ না থাকায় এমনিতেই সূচকের বড় পতনের পথ বন্ধ হয়ে আছে।

বিজ্ঞাপন

লেনদেন বন্ধ হওয়ার আগে ডিএসইতে ২২৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

ডিএসই

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর