বৃষ্টি বাগড়া দিতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে
২৪ অক্টোবর ২০২২ ০৮:৫৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ০৮:৫৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে।
তবে কয়েক দিন ধরেই হোবার্টে চলছে বৃষ্টির উৎপাত। তাই দুই দলকেই ভাবতে হচ্ছে আবহাওয়া নিয়েও। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদতরের ওয়েবসাইট থেকে জানা গেছে, আজ হোবার্টে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। হালকা বাতাসের সঙ্গে ১ থেকে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
হোবার্টে গত কয়েকদিনের নিয়মিত বৃষ্টিতে কনকনে ঠাণ্ডার প্রভাবও বেড়েছে। বৃষ্টি আর ঠাণ্ডার কারণে গতকাল দলীয় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। আবহাওয়া অধিদফতর বলছে, হোবার্টে নিয়মিত বৃষ্টি হতে পারে টানা এক সপ্তাহ। এতে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি বাতিলও হতে পারে।
নেদারল্যান্ডস ম্যাচের আগে ভিন্ন চিন্তাও করতে হচ্ছে বাংলাদেশকে
এছাড়া বৃষ্টির কারণে ম্যাচ কার্টেল ওভারেও হওয়ার সম্ভবনা রয়েছে। তেমন হলে নেদারল্যান্ডসই হয়তো তুলনামূলক বেশি সুবিধা পাবে। কারণ নেদারল্যান্ডসের একাদশে হার্ডহিটার ব্যাটারই বেশি।
এর আগে, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। কারণ তারা কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়েই সুপার টুয়েলভে এসেছে।
সারাবাংলা/এসএস/এমও
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ নেদারল্যান্ডস বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ সাকিব আল হাসান