Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেকের পিএস অপুর বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ১৭:৪৩

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় চার্জগঠন করেছেন আদালত। চার্জগঠনের ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

রোববার (২৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। সেই সঙ্গে আগামী ২৭ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এদিন শুনানিকালে অপুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে অ্যাডভোকেট নুর আলম অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর ফাতেমা খানম নীলা আসামির বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার্জগঠনের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি দুদক অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয়। অপু জেলে থাকায় তার আইনজীবী ১৯ জানুয়ারি ১৫ দিনের সময় চান। এর পরিপ্রেক্ষিতে দুদক তাকে ২৯ জানুয়ারি সময় বাড়ায়। পরবর্তী কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি কমিশনের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলাটি দায়ের করেন।

গত বছরের ৩০ ডিসেম্বর মামলাটি তদন্ত করে কমিশনের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন আদালতে চার্জশিট দাখিল করেন।

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ তারেক রহমান তারেকের পিএস বিচার শুরু

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর