বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আ.লীগ সম্মেলনে গোলাম দস্তগীর গাজী
২৩ অক্টোবর ২০২২ ১৬:১৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৬:১৭
নারায়ণগঞ্জ থেকে: স্মরণকালের সবচেয়ে বড় মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জেলা সম্মেলনে যোগ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে ২টায় ওসমানী স্টেডিয়ামের মাঠে এই সম্মেলন শুরু হয়েছে।
বৃষ্টি মাথায় করেই নারায়ণগঞ্জ আ.লীগের সম্মেলনে নেতাকর্মীরা
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উদ্বোধক হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু।
সম্মেলন ঘিরে পদপ্রত্যাশীদের ও নেতাকর্মীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগর। প্রায় দুই যুগ পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহ, উদ্দীপনা নিয়ে সম্মেলনে যোগ দিয়েছেন।
সারাবাংলা/এসজে/এমও